বিজয় দিবসে প্রতিবছরই ক্রিকেট ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে খেলেন সাবেক ক্রিকেটাররা। এবার পাল্টে যাচ্ছে সেই চেনা দৃশ্য। মাঠে দেখা যাবে বর্তমানের ক্রিকেটারদের। এমনটাই নিশ্চিত করেছে বিসিবি।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে মাঠে নামবেন সাবেক নন, বর্তমানের ক্রিকেটাররা। স্বাধীনতা যুদ্ধে শহীদ ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও সংগঠক মুশতাক আহমেদ। প্রতি বছরের মতো এবারও তাদের স্মরণে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
সকাল ১০টায় শুরু হবে দুই দলের টি-টুয়েন্টি ম্যাচ। এই ম্যাচের জন্য বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে দুটি দল।
শহীদ আব্দুল হালিম চৌধুরী। তিনি জুয়েল নামে পরিচিত। ১৯৭১ সালের ২৯ আগস্ট পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় তাকে। কয়েকদিন পর তাকে হত্যা করে। অসীম সাহসিকতার জন্য বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে জুয়েলকে।
শহীদ মুশতাক হলেন শহীদ জুয়েলের বন্ধু। তিনিও অসাধারণ প্রতিভাধর ক্রিকেটার ও সংগঠক। মুক্তিযুদ্ধে নিহত বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে বেরিয়ে পড়েন। স্বাধীনতার মাত্র একদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা দুই কৃতি সন্তানের স্মরণে শেরে-বাংলা স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে।
শহীদ জুয়েল একাদশ
মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বী, আরাফাত সানী ও রিশাদ হোসেন।
শহীদ মুশতাক একাদশ
আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সৈকত আলী, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর রহমান, রিপন মন্ডল ও নাঈম হাসান।
Discussion about this post