ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এমনিতেই টি-টুয়েন্টিতে বাংলাদেশের সাফল্য সোনার হরিণ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তো তেমন অর্জনই নেই। এই ফরম্যাটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ৪বার মুখোমুখি হয়েছে। সেটা ২০০৭, ২০১০, ২০১৪ ও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে। এবারই প্রথম দল খেলতে নামছে দ্বি-পাক্ষিক সিরিজে।
একটি ম্যাচ ছিল বাংলাদেশে ও তিনটি দেশের বাইরে। চারটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে দেখা যাচ্ছে চারটি ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪৩ রান তার। সর্বোচ্চ রানের ইনিংস ২০১৪ সালে। মিরপুরে ৫২ বলে ৬৬ রান। চার ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তিনি নেই এই সিরিজে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ম্যাচে করেন ৫৭ রান। সর্বশেষ ম্যাচে ২৯ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস।
উইকেট শিকারেও এগিয়ে সাকিব। ৪ ম্যাচে নেন ৫ উইকেট। দুটি ম্যাচ খেলে আল আমিন হোসেন নিয়েছেন তিনউইকেট। এক ম্যাচে মুস্তাফিজুর রহমানের শিকার দুটি উইকেট।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
একনজরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সকল টি-টোয়েন্টি ম্যাচ :
তারিখ মাঠ জয়ী ব্যবধান
১৬ সেপ্টেম্বর, ২০০৭ কেপটাউন অস্ট্রেলিয়া ৯ উইকেট
৫ মে, ২০১০ ব্রিজটাউন অস্ট্রেলিয়া ২৭ রান
১ এপ্রিল, ২০১৪ মিরপুর অস্ট্রেলিয়া ৭ উইকেট
২১ মার্চ, ২০১৬ বেঙ্গালুরু অস্ট্রেলিয়া ৩ উইকেট
Discussion about this post