ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হাফ ছেড়ে বাঁচল দল। টানা হোটেল বন্দি সময় কাটছিলই না। গেল এক সপ্তাহ ঘন্টা চারেকের মতো বাইরে থাকার অনুমতি মিলেছিল। এবার পুরো মাত্রায় স্বস্তি। নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে বুধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউন যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
১১ মার্চ থেকে কুইন্সটাউনেই চলবে মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের অনুশীলন। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েই এমন সুযোগ পাচ্ছে দল। এর আগে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পা দিয়েই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন টাইগাররা। পুরো দল একসঙ্গে হতে পারেনি। প্রথম সাতদিন হোটেল বন্দি। পরের ৭ দিন দুই ঘন্টা অনুশীলনের সুযোগ পেয়েছেন।
এরমধ্যে প্রথম ৬ দিনে তিনটি করোনা টেস্টে নেগেটিভ হয় দল। সপ্তম দিন থেকে জিম ও অষ্টম দিনে প্র্যাকটিস করার সুযোগ পান তামিমরা। বুধবার বেলা ৩টায় টিম বাংলাদেশ এক হবে। দুপুরে ক্রাইস্টচার্চের টিম হোটেল থেকে চেকআউট টাইমে বেরিয়ে উঠবে আরেক হোটেলে। তার বিমানে কুইন্সটাউনের পথে উড়বে দল। ক্রাইস্টচার্চ থেকে বিমানে ৫০ মিনিটের রাস্তা কুইন্সটাউন।
সব ঠিক থাকলে ১১ মার্চ থেকে পুরো দল একসঙ্গে অনুশীলনে নামবে কুইন্সটাউনে।দীর্ঘদিন পর দলের সঙ্গে যুক্ত হবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। অকল্যান্ড থেকে একদিন আগেই কুইন্সটাউনে চলে এসেছেন ভেট্টোরি। দৈনিক আড়াই হাজার ডলার বেতন এই স্পিন কোচের। বিসিবির সঙ্গে ১০০ দিন কাজ করার চুক্তি ছিল । যার বাকি ৪০ দিন।
কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।
এদিকে ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু বাংলাদেশের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post