ওয়ানডে ক্রিকেটেরও দরজা এবার খুলে যাচ্ছে মেহদী হাসান মিরাজের। আর সেটা ২৬ ডিসেম্বরই হতে পারে। এদিন ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ।
অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেই আলো ছড়িয়েছিলেন তিনি। তারই পথ ধরে ১৯ পেরোনো এই ক্রিকেটার চটজলদি উঠে আসেন টেস্ট দলে। ইংল্যান্ডের বিপক্ষে রীতিমতো চমকে দেন এই অলরাউন্ডার। বল হাতে ঝড় তুলে সিরিজ সেরা হয়েছিলেন মিরাজ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে অভিষেকের অপেক্ষায় মিরাজ। মঙ্গলবার প্রথম ওয়ানডে ও প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের দলে আছেন তিনি। সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসার শুভাশিস রায় ও তানভীর হায়দারকেও রাখা হয়েছে দলে।
তবে বড় চমক অবশ্যই মুস্তাফিজুর রহমানের ফেরা। ইনজুরি কাটিয়ে ৬ মাস পর কাটার মাস্টার ফিরছেন ক্রিকেটে। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাকে।
২৬ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। তারপর ২৯ ও ৩১ ডিসেম্বর, বাকী দুই ওয়ানডে। নতুন বছরের ৩ জানুয়ারি থেকে শুরু তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। পরের দুটি ৬ ও ৮ জানুয়ারি। তারপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট শুরু এবং ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্ট।
প্রস্তুতি ম্যাচে ও প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় এবং তানভির হায়দার।
Discussion about this post