এইতো আগের ম্যাচেই পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল বাংলাদেশ। এবার আরো একটা জয়। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতিটা দারুনভাবে সেরে নিল তরুনরা। বুধবার আবুধাবিতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিযোগিতার অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে করে ২১৮ রান। জবাবে ৪৮.৩ ওভারে ৬ উইকেটে ২২০ রান তুলে নেয় বাংলাদেশ।
দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১৫ ফেব্র“য়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ২১৮/৭, ৫০ ওভার (ফিনচ ৫৩, বার্নার্ড ৫৪, ডাকেট ৩৩; মেহেদি ২/৩৪, হায়দার ২/৩৭)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২২০/৬, ৪৮.৩ ওভার (মোসাদ্দেক ৭৫*, সাদমান ৩৮, নাজমুল ২৬, লিটন ১৮, জয়রাজ ১৭, মেহেদি ১৪*; ফিশার ২/৩৩, সয়ার ২/৩৫)।
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
Discussion about this post