ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমণ না হলে এতোদিনে হয়ে যেতো বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি জানাচ্ছিল গত জুলাইয়ের কথা। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। এরপর শ্রীলঙ্কান বোর্ডের আগ্রহে নির্ধারিত হয় সেপ্টেম্বরে। এবার দেশটির সরকারের কোয়ারেন্টিন শর্ত নিয়ে ঝাশেরা বাধে। কঠিন শর্ত মেনে তখন সফরে রাজি হয়নি বাংলাদেশ।
সেই সফরে এবার আশার আলো। বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফর নতুন সূচিতে আয়োজন করা নিয়ে আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের। দুই বোর্ডের লক্ষ্য, এপ্রিলে সিরিজটি আয়োজনের।
শ্রীলঙ্কান বোর্ডের আগ্রহেই ফেরর সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আগের সূচিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ থাকলেও এবার নতুন কিছু যোগ হতে পারে। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘শ্রীলঙ্কা সফরের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। মূলত প্রস্তাবটি ওদের থেকে এসেছে। আগেরবার আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু সিরিজটা হয়নি। এরপর আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে, সে অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয়, আমাদের সূচিতে ওই জায়গাটা যদি পাওয়া যায়, সেভাবেই আমরা কাজ করে নেব।’
এ অবস্থায় এপ্রিলে হতে পারে সেই সিরিজ। যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘এই মুহুর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। ওই সময় একটা স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই কাজ করছি আমরা।’
আসছে বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে দল। সেখানে অবশ্য তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। তারপরই দল লড়তে পারে লঙ্কানদের সঙ্গে।
Discussion about this post