ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স সহজ জয় তুলে নিয়েছে, ধানমন্ডি স্পোর্টস ক্লাব টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে, আর নবাগত গুলশান ক্রিকেট ক্লাব রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে আবারও চমক দেখিয়েছে।
গাজী গ্রুপের দাপুটে জয়, এনামুলের টানা দ্বিতীয় ফিফটি
প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া এনামুল হক বিজয় টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় এনে দিয়েছেন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে দলটি।
শাইনপুকুর ৪৫.২ ওভারে ১৬১ রানে অলআউট হয়। দলের পক্ষে জোবায়ের হোসেন (৪৬) ও অনিক সরকার (২৯) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। গাজী গ্রুপের হয়ে শামীম মিয়া ও তোফায়েল আহমেদ তিনটি করে উইকেট নেন।
১৬২ রানের লক্ষ্য মাত্র ১৭.৫ ওভারে তাড়া করে ফেলে গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ২৬ বলে করেন ৫২ রান (৮ চার, ২ ছক্কা)। সাদিকুর রহমান ৩০ বলে ৫০ রান। এরপর সালমান হোসেন (২৩) ও শামসুর রহমান (৩৩) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
টানা দ্বিতীয় ম্যাচে বড় হারে ধানমন্ডি ক্লাব
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয় পেলেও ধানমন্ডি স্পোর্টস ক্লাব শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। গাজী গ্রুপের কাছে ১৭৫ রানে হারার পর আজ অগ্রণী ব্যাংকের কাছে ৫ উইকেটে হেরে বসেছে দলটি। চলতি প্রিমিয়ার লিগে এটি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের তৃতীয় জয়। অপরদিকে চার ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ধানমন্ডি।
ধানমন্ডি এদিন হতাশ করেছে। ব্যাটিং বিপর্যয়ের দিন ১১৫ রানে অলআউট দরটি। মঈন খান ৩৫ (৪০ বল), নুরুল হাসান সোহান ২২ (৩৪ বল), সানজামুল ইসলাম ১৮ যা একটু লড়াই করলেন। অগ্রণী ব্যাংকের পেসার রবিউল হক ৫.৫ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন।
জবাবে নেমে ২৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল অগ্রণী ব্যাংক। কিন্তু মার্শাল আইয়ুবের ৯২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
৪ ম্যাচে ৩ জয় নিয়ে অগ্রণী ব্যাংক পয়েন্ট তালিকার পাঁচে, ধানমন্ডি দুই জয় নিয়ে এখন সাতে।
গুলশান ক্লাবের চমক
প্রিমিয়ার লিগের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব প্রথম ম্যাচেই মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল। তবে এরপর টানা দুই ম্যাচে হেরে যায় তারা। আজ আবার জয়ের ধারায় ফিরেছে দলটি, রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে। দারুণ এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে দলটি।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে ৪৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে গুলশান।
রূপগঞ্জের হয়ে ১০৮ বলে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার অমিত মজুমদার। ৩৫ বলে ৪০ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন আসাদুজ্জামান পয়েল।
এরপর জবাবে নেমে ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়ে গুলশান। ৩৭ বলে ৪০ রান করে আজিজুল হাকিম ফেরেন। ৭৫ বলে ৯ চারে ৬৭ রান করেন আরেক ওপেনার জাওয়াদ আবরার। খালিদ হাসান ৮১ বলে ৪৩ রান করে আউট। ইফতেখার হোসেন ২৮ বলে ২৫ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন মাহমুদুল হাসান।
Discussion about this post