বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সোহাগ গাজী চার-ছক্কার ঝড় তুললেন! ৫৫ বলে করলেন ৬৪ রান। হাঁকালেন ৫ বাউন্ডারি ও ৪টি বিশাল ছক্কা! আর তাতেই রোববার বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংসে করল ৩৭৬ রান।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বাঁহাতি স্পিনার এনামুল হক ১২৬ রান খরচায় ৫ উইকেট পান। আরেক স্পিনার মোসাদ্দেক হোসেন নেন ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৩৮ রান। ম্যাচে তারা পিছিয়ে ১০৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস : ১৩৫ এবং ২য় ইনিংস : ১৩৮/১ (সাদমান ৫৬ ব্যাটিং, নাজিমউদ্দিন ২৭, লিটন ৪৭ ব্যাটিং)।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৩৭৬/১০ (ইমরুল ৩৮, এনামুল ৫৯, সৌম্য ৭১, মিঠুন ৭৭, সোহাগ গাজী ৬৪, রাজ্জাক ২৮; এনামুল হক জুনিয়র ৫/১২৬, মোসাদ্দেক ৩/৬৫)।
চাপে ওয়ালটন সেন্ট্রাল জোন
এদিকে বিসিএলের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে উত্তরাঞ্চল এগিয়ে ৩৪১ রানে আছে। রোববার বিসিবি উত্তরাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৭ রানে। ১৮৭ বল খেলে তানভির ৬৬ রান করেন।
ওয়ালটন সেন্ট্রাল জোন এরপর ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে তুলেছে ১১৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৪৫৭/১০ (ফরহাদ হোসেন ১০৯, তানভির ৬৬, ফরহাদ রেজা ৪৯, নাসির ৩৬; ইলিয়াস সানি ৪/১১১, মাহমুদউল্লাহ ৩/১২৭, মোশাররফ হোসেন ২/৭৩)।
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ১১৬/৩ (আবদুল মজিদ ৩১, শামসুর ৩৫ ব্যাটিং, আসিফ ৩৩; তাইজুল ২/২৫)।
Discussion about this post