জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সোহাগ গাজী দাবি করেছেন, কোনো কারণ না জানিয়েই তাকে বাদ দেওয়া হয়েছে বরিশাল বিভাগের এনসিএল দলের স্কোয়াড থেকে। এই অভিযোগ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
চিঠিতে সোহাগ গাজী লিখেছেন, ‘আমি একসময় লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য লাভ করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক ও এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার স্মৃতি আজও গর্বের।’
তিনি আরও লিখেছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে খেলছেন তিনি। ১১৭ ম্যাচে ১৯২ ইনিংসে ৩৬৯ উইকেট ও ১৮৩ ইনিংসে ৫,১০২ রানের রেকর্ড তুলে ধরে গাজী বলেন, এই পরিসংখ্যানই একজন অলরাউন্ডার হিসেবে তাঁর ধারাবাহিকতা ও সক্ষমতার প্রমাণ।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ, অপ্রত্যাশিতভাবে তাকে জাতীয় ক্রিকেট লিগ বরিশাল বিভাগের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এতে তাঁর পেশাগত জীবন ও ভবিষ্যৎ প্রস্তুতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি। নিজের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্যতা তাঁর রয়েছে বলেও উল্লেখ করেন গাজী।
ফিটনেস নিয়েও তিনি আত্মবিশ্বাসী। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার ফিটনেস নিয়েও তেমন কোনো সমস্যা নেই। আমি সফলভাবে ফিটনেস টেস্ট দিয়েছি। আমার মতো একই ফিটনেস মান নিয়ে অনেকেই এবারের এনসিএলে খেলছেন।’










Discussion about this post