সিলেটের নরম বিকেলে আজ জ্বলে উঠবে আলো, বাজবে ট্রফির সুর। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি খুলনা ও রংপুর বিভাগ। একদিকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার লড়াই, অন্যদিকে নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
গতবারের চ্যাম্পিয়ন রংপুরের এবারের যাত্রা যেন রূপকথার চেয়ে কম কিছু নয়। লিগ পর্বে টিকে থাকার লড়াইয়ে শেষ ম্যাচে ৩ উইকেটের জয় এনে দেয় ভাগ্য। রানরেটে এগিয়ে থেকে শেষ মুহূর্তে প্লে-অফের দরজা খুলে যায় তাদের সামনে। এরপর যেন একেবারে ভিন্ন এক রংপুর-এলিমিনেটরে ঢাকাকে হারানো, তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে দাপুটে জয়। নাটকীয় সব জয় পেরিয়ে আকবর আলীর দল পৌঁছেছে ফাইনালের দরজায়।
অন্য প্রান্তে স্থির ও পরিকল্পনামাফিক এগিয়েছে খুলনা। পয়েন্ট টেবিলে চট্টগ্রামের সমান ১১ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল তারা। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় খুলনা।
চট্টগ্রামের গল্পটা ভিন্ন-লিগে আধিপত্য দেখানো দলটি টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। তাদের সেই জায়গা এখন দখল করেছে দুটি স্থিতিশীল কিন্তু লড়াকু দল-খুলনা ও রংপুর।
ফাইনালের আগের দিন রংপুর অধিনায়ক আকবর আলী মুখে রাখেন আত্মবিশ্বাসের ছাপ, ‘আমরা সঠিক সময়ে জ্বলে উঠেছিনি। ফাইনালে সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই। লক্ষ্য একটাই-টানা দ্বিতীয় শিরোপা।’
এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল
খুলনা-রংপুর
সরাসরি, সন্ধ্যা ৫টা
টি স্পোর্টস
Discussion about this post