এবার আর নাটকীয়তা নয়। অনায়াসেই তৃতীয় ওয়ানডেতে বুধবার পাকিস্তানকে ৬৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। তাতেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান। জেপি ডুমিনির ব্যাট থেকে আসে ৬৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪ ওভার ৩ বলে ১৯১ রানে অলআউট হয়ে যায়।
৫৩ রানে ৪ উইকেট নেন ইমরান তাহির।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৫৯/৮ (ডি কক ৪০, প্লেসিস ৫৫, ডুমিনি ৬৪, ডি ভিলিয়ার্স ৩৪, মিলার ৩৪; ইরফান ৩/৪৬, আজমল ২/৩৮, আফ্রিদি ২/৪১)
পাকিস্তান: ৪৪.৩ ওভারে ১৯১/১০ (হাফিজ ১৫, শেহজাদ ৩২, তানভীর ৩১, রিয়াজ ৩৩; তাহির ৪/৫৩, ম্যাকলারেন ২/৩১, মরকেল ২/৩৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬৮ রানে জয়ী
ম্যাচসেরা: ডু প্লেসিস
Discussion about this post