বৃস্টির উৎপাত থাকল সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচেও। শনিবার বৃষ্টি আইনে ওভার কমিয়ে আনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানের অনায়াস জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেছে স্বাগতিক কিউইরা।
স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করে নিউজিল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৮১ রান করেন মার্টিন গাপটিল । রস টেলর ৪৯, জেসি রাইডার ৪৭ এবং কেন উইলিয়ামসন ৪৭ রান করেন। আগের ম্যাচে ৩৬ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া কোরি অ্যান্ডারসন করেন অপরাজিত ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান যখন ১৩৪ তখনই বৃষ্টি নামে। পরে ডাকওয়াথ-লুইস ম্যাথডে ওভার কমিয়ে আনা হয় ।তাতে কপাল পুড়েছে ক্যারিবীয়দের। নির্ধারিত ৩৩.৪ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে তুলে ১৩৪ রান। লেন্ডল সিমন্স এবং ডোয়াইন ব্র্যাভো করেন ৪৩ রান। ম্যাচসেরা গাপতিল।
৮ জানুয়ারি হ্যামিলটনে সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৫/৬ (গাপটিল ৮১, রাইডার ৪৭, উইলিয়ামসন ৪৭, টেইলর ৪৯; ব্রাভো ২/৩৫)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৪ ওভারে ১৩৪/৫ (এডওয়ার্ডস ২৪, সিমন্স ৪৩, ব্রাভো ৪৩*; নাথান ১/৩০)
ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ৫৮ রানে জয়ী
ম্যাচসেরা: মার্টিন গাপতিল
Discussion about this post