ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সেই সাফল্যের পুরস্কার পেলেন এই স্পিনার। আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দশম স্থানে উঠেছেন বাংলাদেশের এই বোলার।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালানাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সেরা দশে আছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে এই কিপার-ব্যাটসম্যান। সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৬০ রান করেন লিটন। দ্বিতীয় ম্যাচে ১০ বলে ১৩।
এদিকে দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্টিয়ে সপ্তম স্থানে উঠলেন মুজিব উর রহমানকে পেছনে ফেলে। আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই ছয় ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। রবীন্দ্র জাদেজার র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে ভারতীয় সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে এখন তিনি শীর্ষে। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে করেন ১৭৫ রান। আবার এক ইনিংসে ৫টি সহ ম্যাচে নেন ৯ উইকেট। জেসন হোল্ডার নেমে গেছেন দুইয়ে, তিনে অশ্বিন।
Discussion about this post