এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসানের ব্যাটিং দেখার মতো হচ্ছে। ৯১.৬৬ গড়ে তার স্ট্রাইক রেট ১৯৬.৪২। বিপিএলে ৬ ম্যাচে ৫ ইনিংসে ১৪০ বলে রান করেছেন ২৭৫। ৩ ফিফটি। সর্বোচ্চ রান ৮৯ অপরাজিত। ৩০ চারের সঙ্গে ১৫ ছক্কা।
দারুণ খেলছেন নাসির হোসেনও। তিনি সাকিবের চেয়ে কেবল ৬ রানে পিছিয়ে। ঢাকা ডমিনেটর্স ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। হেরেছে পাঁচটিতে। সেই দলের অধিনায়ক নাসিরের ব্যাটিং গড় ৮৯.৬৬। স্ট্রাইক রেট ১৩১.২১। ফিফটি দুটি। চট্টগ্রাম পর্ব শেষে দুইশর বেশি রান তুলেছেন দুই পাকিস্তানি ইফতেখার আহমেদ ও উসামন খান। সাকিবের বরিশালের সতীর্থ ইফতেখার ২৫৬ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উসমান তুলেছেন ২০৮ রান।
খুলনা টাইগার্সের পেসার ওয়াহাব রিয়াজ ৫ ম্যাচে ১১ উইকেট। ১৯.৩ ওভারে ১২৭ রানের খরচে, ১১.৫৪ গড় ও ৬.৫১ ইকোনমিতে দাপট দেখিয়েছেন। ১ ম্যাচ বেশি খেলা সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০ ওভারে ১৩৫ নিয়েছেন ৯ উইকেট। ৮ উইকেট পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভীর ইসলাম।
এদিকে বিপিএলের নবম আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে সিলেট স্ট্রাইকার্স। ৬ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। সমান ম্যাচে পয়েন্ট পয়েন্ট নিয়ে দুয়ে ফরচুন বরিশাল। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে কুমিল্লা। খুলনা, রংপুর ও চট্টগ্রামের সংগ্রহ ৪ করে। ২ পয়েন্ট নিয়ে সবার নীচে ঢাকা ডমিনেটর্স।
Discussion about this post