ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এইতো দিন কয়েক আগেই সবুজ সঙ্কেত দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১০ শর্ত মেনে দেশের ক্রীড়াঙ্গন ফের শুরুর অনুমতি মিলেছে। করোনাভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়ে যখন সবকিছুই স্বাভাবিক হওয়ার পথে তখন খেলা আর বাদ থাকবে কেন? কিন্তু ভিন্ন কথা ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এখনই দেশের মাঠে ক্রিকেট শুরুর সম্ভাবনা দেখছে না তারা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানাচ্ছিলেন করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি কিংবা ভ্যাকসিন বাজারে আসলেই কেবল বাংলাদেশে ক্রিকেট শুরু সম্ভব।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমার মতে, দুটো পরিস্থিতি হলে লিগ শুরু হতে পারে। একটা হচ্ছে, যদি আমাদের এখানে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয় অথবা যদি ভ্যাকসিন আসে। এই দুইটা ছাড়া লিগ শুরু করার আমি কোনো যৌক্তিকতা দেখি না। একটা যুক্তি থাকতে হবে।’
গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা শেষেই করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর অনেকটা সময় কেটে গেছে। এরমধ্যে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সূচি চূড়ান্ত হয়েছে। আগামী মাসের শেষদিকে শ্রীলঙ্কা সফরে যাবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। অথচ দেশের মাঠে কবে খেলা শুরু হবে-তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শনিবার নাজমুল হাসান পাপন বলেন, ‘কোনো কোনো দেশ চেষ্টা করছে! কিন্তু ইংল্যান্ড ছাড়া আর কোথাও খেলা হচ্ছে না। সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনার যৌক্তিক কোনো ব্যাখ্যা আমাদের নেই। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি কিংবা ভ্যাকসিন আসার জন্য অপেক্ষা করছি আমরা।’
এর অর্থ এখনই মাঠে ফিরছে না ঘরোয়া ক্রিকেট। যা কীনা ক্রিকেটারদের জন্য দুঃসংবাদই!
Discussion about this post