ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি! এই একটা শব্দ বারবারই যন্ত্রণার মতো ফিরে এসেছে ভারতের ক্যাম্পে। অস্ট্রেলিয়া সফরটা রীতিমতো দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থেকেছে। বিস্ময়কর হলেও সত্য অজিদের বিপক্ষে এবার ৪ টেস্টের সিরিজে ভারতের হয়ে খেললেন ২০জন ক্রিকেটার! আর এমন ঘটনা দেখা গেল এবারই প্রথমবার।
চোটের কারণেই বিপাকে পড়তে হয় ভারতীয় টিম ম্যানেজম্যান্টকে। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদেরও ব্যস্ত থাকতে হয়েছে।
মজার ব্যাপার হলো ভারতীয় দলের হয়ে সিরিজের ৪ টেস্টেই খেলেছেন মাত্র দু’জন- অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। সঙ্গে ১৮ জন ক্রিকেটার ভারতের হয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার মাঠে। সিরিজের প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরে যান বিরাট কোহালি। সেই টেস্টেই চোট পান পেসার মোহাম্মদ শামি। দ্বিতীয় টেস্টে অভিষেক হয় শুভমন গিল এবং পেসার মহম্মদ সিরাজের।
মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জয় পায় ভারত। এরপরই সিডনিতে খেলা হয়নি পেসার উমেশ যাদবের। তার বদলে খেলেন নবদীপ সাইনির। ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের বদলে রোহিত শর্মা।
চোটের কারণে শেষ টেস্টে চোটের জন্য বাদ পড়েন হনুমা বিহারী, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত বুমরাহ। তারপরই দলে ডাক মেলে ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর আর টি নটরাজনের। চতুর্থ টেস্টে অভিষেক হলো ওয়াশিংটন আর নটরাজনের। দলে আছেন শার্দূল আর মায়াঙ্ক।
এর আগে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ১৭ জন ক্রিকেটের খেলিয়েছিল ভারত। ২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সফর আর ১৯৫৯ সালের ইংল্যান্ড সফরেও খেলেন ১৭ জন ক্রিকেটার। ১৯৬১ সালের পর এক সিরিজে ভারতীয় দলে এবার খেলল ২০ জন!
Discussion about this post