ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগে অনুশীলন ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন তিনি। তাই এখনই স্ক্যান করতে পারছে না মিনিস্টার গ্রুপ রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। তাই এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ব্যাপারটি নিশ্চিত করেছেন পদ্মাপাড়ের দলটির ম্যানেজার হান্নান সরকার।
এক সপ্তাহ বিশ্রামে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে রাজশাহীর হয়ে আগামী তিন ম্যাচ খেলতে পারবেন না সাইফউদ্দিন। এ ব্যাপারে হান্নান সরকার বলেন, ‘সাইফউদ্দিনকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। আমাদের প্রথম তিনটি ম্যাচ ও খেলতে পারবে না। আমরা এখনো ওর পায়ের স্ক্যান করাইনি। যদি প্রয়োজন মনে করি তাহলে করাব। ফিজিওরা ওকে সার্বক্ষণিক দেখছে। এক সপ্তাহ পর ওর ইনজুরির মূল্যায়ন হবে। দেখে যদি মনে হয় পরের ম্যাচগুলো খেলতে পারবে, খেলবে।’
সাইফউদ্দিন না থাকায় খুব বেশি চিন্তা করছেন না রাজশাহীর অধিনায়ক শান্ত। এ নিয়ে তিনি বলেন, ‘না অবশ্যই সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো বা প্রথম ছয়-সাতদিন আমরা পাচ্ছি না। এরপর আরেকটা রিপোর্ট পাবো। কিন্তু এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই। যেহেতু কালকে ম্যাচ। যেই দলই হবে, সেটা নিয়ে আপনার কনফিডেন্ট।’
সাইফউদ্দিনের ইনজুরিকে স্বাভাবিক ভাবেই দেখছেন শান্ত, ‘সাইফউদ্দিন আপনি শেষ যদি প্রেসিডেন্টস কাপে দেখেন সে পুরোপুরি ফিট ছিল। একশ ভাগ এফোর্ট দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে, এটা যে কেউই হতে পারে। আমার কাছে এরকম কিছু মনে হয় না। আমরা যেই টিমটা গড়েছিলাম, ওটা নিয়ে সন্তুষ্ট।’
মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এরপর ২৬ নভেম্বর জেমকন খুলনা আর ২৮ নভেম্বর ফরচুন বরিশালের বিপক্ষেও খেলা আছে দলটির। এই তিনটি ম্যাচ সাইফউদ্দিনকে পাবে না রাজশাহী।
Discussion about this post