শত সমালোচনার মুখেও শেষ পর্যন্ত লাহোরেই রোববার রাতে হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। যেখানে অংশগ্রহণ থাকছে বাংলাদেশেরও। ব্যাটসম্যান এনামুল হক বিজয় সেই ম্যাচে খেলতে গেছেন। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে দেখা যাবে তাকে।
নিরাপত্তা আর মোটা অঙ্কের অর্থের নিশ্চয়তাতেই এই ম্যাচ খেলতে বিজয়কে পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনিতে নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার লাহোরে পিএসএলের ফাইনাল বয়কট করে। দুবাই পর্ব শেষ হতে দেশে ফিরে যান তারা।
জানা গেছে এই একটা মাত্র ম্যাচ খেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে মোট ৫০ লক্ষ টাকা পাবেন টাইগার ক্রিকেটার এনামুল। শুধু তিনি নয়, ড্যারেন স্যামিও থাকছেন ফাইনালে। নিরাপত্তা শঙ্কা উড়িয়ে আছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লড়বে পেশোয়ার জালমি।
পিএসএলের মুল লড়াই এবারো হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে লাহোরে। নিরাপত্তা জনিত কারণে সেখানে খেলতে আপত্তি তুলে বিদেশি ক্রিকেটাররা। তাইতো ফাইনালে বিদেশি ক্রিকেটারদের জন্য পিসিবি আগেই ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে।
অর্থ আর নিরাপত্তা নিয়ে নিশ্চয়তার পর ১৫ বিদেশি ক্রিকেটার থাকছেন ফাইনালে! যার মধ্যে অখ্যাতদের সংখ্যাই অবশ্য বেশি।
Discussion about this post