ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বন্ধ দেশের ক্রিকেট। এ সময়টা ক্রিকেটাররা যে যার মতো পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। তবে বন্ধ নেই তাদের ফিটনেস অনুশীলন। নিজেকে ফিট রাখতে জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর অনুশীলনের এক ভিডিও পোস্ট করেছেন সাইফউদ্দিন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিও’র ক্যাপশনে লেখা, ‘আলহামদুলিল্লাহ প্রায় এক মাসের চেষ্টায় ৪ কেজি ওজন কমিয়ে আনলাম।’
এর কয়েকদিন আগে জ্বর-সর্দি থেকে সুস্থ হয়ে ওঠেছেন সাইফউদ্দিন। ১০-১২ দিন জ্বর-সর্দিতে ভুগলেও করোনা পরীক্ষা করেননি তিনি। গত মঙ্গলবার বিসিবি’র প্রধান চিকিৎসক গণমাধ্যমে সাইফের সুস্থ হয়ে ওঠার খবর জানান।
Discussion about this post