শাস্তির মুখোমুখি হতেই হল মোহাম্মদ ইরফানকে। তবে অল্পতেই রক্ষা পেলেন পাকিস্তানের এই ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলেন তিনি। পাশাপাশি তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) কাছে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য গোপন করেছিলেন তিনি। পরে সেই দোষ স্বীকারও করে নেন। তাইতো বুধবার এই শাস্তি পেলেন তিনি।
গত ছয় মাসে বেশ কয়েকবার বাজিকরদের কাছ থেকে তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সেই তথ্য গোপন করার খেসারত দিতে হচ্ছে তাকে। কারণ নিয়ম অনুযায়ী দ্রুত সেই তথ্য বোর্ডকে জানাতে হয়।
তবে তিনি আত্মপক্ষ সমর্থন করলেন। পেস বোলার ইরফান জানান গত সেপ্টেম্বরে তাঁর বাবা মারা যান। এ বছরের জানুয়ারিতে না ফেরার দেশে চলে গেছেন তাঁর মা। এ কারণে ঠিক সময়ে সব তথ্য জানাতে পারেন নি।
সেই ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইরফানের ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলার ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটার। পাকিস্তানের হয়ে খেলেছেন ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ।
Discussion about this post