টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আবারও ধস নামাল। আজ ডারউইনে শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে পড়ে যায় দল। উইকেটে দাঁড়িয়ে লড়াই করেন শুধু আফিফ হোসেন ধ্রুব। এক প্রান্ত ধরে রেখে খেলেন ৪৯ বলে ৪২ রানের ধৈর্যশীল ইনিংস। তাতেই কোনো রকমে একশর ঘর পেরোয় দল।
কিন্তু ১২৩ রানের টার্গেট প্রতিপক্ষ পার্থ স্কর্চার্সকে আটকানোর জন্য যথেষ্ট হয়নি। যদিও শুরুতে বোলাররা কিছুটা চাপ তৈরি করেছিলেন-রাকিবুল হাসান ও নাঈম হাসান দুইজনই দুটি করে উইকেট নেন। কিন্তু শেষ দিকে জোয়েল কার্টিস (৪০*) ও ম্যাথু স্পোর্সের (২৮*) ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের।
শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পার্থ স্কর্চার্স। ফলে সিরিজে তিন ম্যাচে এ নিয়ে দ্বিতীয় হার দেখতে হলো নুরুল হাসান সোহানদের।
ব্যাট হাতে আফিফের একার লড়াই, বোলারদের মাঝেমধ্যের ঝলক। সব মিলিয়ে আবারও হতাশার গল্প লিখল বাংলাদেশ ‘এ’ দল। নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে মঙ্গলবার পরের ম্যাচ বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১২৩/৯ (আফিফ ৪২*, রাকিবুল ১৬, নুরুল ১৪, মৃত্যুঞ্জয় ১৪; জ্যাকসন ৩/৪৫, এস্টারহাউসেন ২/২১)।
পার্থ স্কর্চার্স একাডেমি: ১৮ ওভারে ১২৬/৫ (কার্টিস ৪৪*, উইলি ৩১, স্পুরস ২৪*; রাকিবুল ২/১৮, নাঈম ২/৩১)।
ফল: ৫ উইকেটে জয়ী পার্থ স্কর্চার্স একাডেমি।
Discussion about this post