কেনিংটন ওভালে বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ করেছে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান। সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। হাফসেঞ্চুরি মুশফিকুর রহীমের। ১ম ইনিংসে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড। যা এখানে তুলে ধরা হল-
দলীয় সর্বোচ্চ রানের ইনিংস-
৩০৫ রানের ইনিংস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৫। ২০০৬ সালে মোহালিতে এই রান তুলে টাইগাররা।
৬.০০+ রানরেট-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই প্রথম কোন বাংলাদেশ ইনিংসে ছয় বা ছয়েরও বেশি রানরেট গকরল। ৩০৫ রানের ইনিংস খেলার পথে ওভারপ্রতি গড়ে ৬.১০ রান করে নেয় দল।
ব্যক্তিগত সেরা-
তামিমের ১২৮ রান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো বাংলাদেশির পক্ষে সেরা ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের সেরা ইনিংস ও একমাত্র সেঞ্চুরিটি ছিল শাহরিয়ার নাফিসের, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে করেন ১২৩ রান।
সেরা জুটি-
ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে ৩য় উইকেটে তামিম-মুশফিকের ১৬৬ রানের পার্টনারশিপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো উইকেটে টাইগারদের সেরা।
ওভালে সর্বোচ্চ-
৩০৫ রানের ইনিংস খেলার পাশাপাশি ওভালেও নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়ে বাংলাদেশ।
Discussion about this post