টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভারত সফর নিয়ে আলোচনা যতই বাড়ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ততই স্পষ্ট করে দিচ্ছে তাদের অবস্থান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সঙ্গে বৈঠকের পরও বিসিবির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তার বক্তব্যে স্পষ্ট, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ এক চুলও ছাড় দিতে প্রস্তুত নয়।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বিকেলে আইসিসির সঙ্গে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নেন। বিশ্বকাপের ভেন্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েই ছিল মূল আলোচনা।
বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। গাড়িতে ওঠার মুহূর্তে শাখাওয়াত নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।’ তার এই মন্তব্যের মধ্য দিয়েই আইসিসিকে বাংলাদেশের বার্তা পরিষ্কারভাবে পৌঁছে যায়।
আইসিসির সঙ্গে এই বৈঠক থেকে কোনো নতুন সিদ্ধান্ত আসেনি বলেও জানান তিনি। আলোচনাকে ইতিবাচক উল্লেখ করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি বিসিবির সহ-সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় খুব কম। সেটা তারাও (আইসিসি) জানে। আর কিছু বলা যাচ্ছে না।’ তার বক্তব্যে বোঝা যায়, সময়ের সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চাপ দুই পক্ষের ওপরই রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনসে এবং একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিসিবি যদি ভারতের বাইরে খেলতেই অনড় থাকে, তাহলে এই সূচি বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হবে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং পাল্লেকেলে বিশ্বকাপের নির্ধারিত ভেন্যু হিসেবে প্রস্তুত রয়েছে। এমন পরিবর্তন হলে বাংলাদেশের গ্রুপও বদলাতে পারে-‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের গুঞ্জন ইতোমধ্যে শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নিরাপত্তা ইস্যুটি আরও গুরুত্ব পায় আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বিসিবির শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো বাংলাদেশ দলকে ভারতে খেলতে পাঠানো কতটা যুক্তিযুক্ত। এই প্রেক্ষাপটে বিসিবি নিরাপত্তা বিষয়টি গুরুত্ব দিয়ে আইসিসির কাছে দুই দফা চিঠি পাঠিয়েছে, যদিও সর্বশেষ চিঠির উত্তর এখনো মেলেনি।
–









Discussion about this post