সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। একের পর এক সিরিজ। বিশ্রামের সুযোগও তেমন নেই। এইতো এখন মুশফিকুর রহীমের দল আছে ভারত সফরে। তার আগে নিউজিল্যান্ডে খেলে এসেছে পুর্নাঙ্গ এক সিরিজ। লম্বা সেই সফর শেষে ছুটি কাটানোর ফুসরতও মিলেনি।
একইভাবে ভারত থেকে ফিরেও বিশ্রামের সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। বিরাট কোহলিদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু ৯ ফেব্রুয়ারি। তারপর মার্চে শ্রীলঙ্কায় ক্রিকেট যুদ্ধ। সেখানে ২ টেস্ট, ৩ ওয়ানডে আর দুই টি-টুয়েন্টি।
তারপর এই ব্যস্ত সূচি সাকিব-তামিমদের চলতেই থাকবে। ২০১৭ সালৈর শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটেই বুঁদ থাকতে হবে টাইগারদের।
এ বছরে বাংলাদেশের ক্রিকেট সূচি
ভারত সফর
৯-১৩ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট হায়দরাবাদ
মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফর
২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৭ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
২৪ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
চ্যাম্পিয়নস ট্রফি
গ্রুপ পর্ব
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড কেনিংটন ওভাল
৫ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া কেনিংটন ওভাল
৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড কার্ডিফ
দক্ষিণ আফ্রিকা সফর
২৮ সেপ্টে.-২ অক্টো. ১ম টেস্ট পচেফস্ট্রুম
৬-১০ অক্টোবর ২য় টেস্ট ব্লুমফন্টেইন
১৫ অক্টোবর ১ম ওয়ানডে কিম্বার্লি
১৮ অক্টোবর ২য় ওয়ানডে পার্ল
২২ অক্টোবর ৩য় ওয়ানডে ইস্ট লন্ডন
২৬ অক্টোবর ১ম টি-টোয়েন্টি ব্লুমফন্টেইন
২৯ অক্টোবর ২য় টি-টোয়েন্টি পচেফস্ট্রুম
Discussion about this post