সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতেছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বেছে নিয়েছেন আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত। ফলে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে সবচেয়ে বড় আলোচনার জায়গা বাংলাদেশের একাদশে পরিবর্তন। আগের ম্যাচ থেকে পাঁচজনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে নেই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন, দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, আর অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের জায়গায় দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে নেদারল্যান্ডসও একাদশে এনেছে পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে খেলছেন টিম প্রিঙ্গল।
প্রথম দুটি ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ-প্রথমটিতে ৮ উইকেটে, দ্বিতীয়টিতে ৯ উইকেটে। এতে সিরিজ জিতেছে স্বাগতিকরা। তবে লিটন দাসদের সামনে এখন লক্ষ্য হোয়াইটওয়াশ নিশ্চিত করা। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপের আগে ভিন্ন কম্বিনেশনে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছে দল।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
Discussion about this post