ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য হয়ে দাঁড়িয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকতার। তবে এ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না টিম টাইগার্স। তার আগে অবশ্য শুক্রবার অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, শেষ ম্যাচে আসবে বেশ কিছু পরিবর্তন। এক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শেষ ম্যাচে একাদশে পরিবর্তন প্রসঙ্গে শনিবার বিসিবি সভাপতি বলেন, ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের লড়াই। তাই এ ব্যাপারটি মাথার রাখার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে শনিবার তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে- আমাদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচকে ছোট করে বা খাটো করে দেখার সুযোগ নেই। তা না হলে ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে গেলে আমাদের অসুবিধা হবে। এজন্য আমরা প্রথম থেকেই প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি।’
বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স হোম ম্যাচের মত সমীহ জাগানিয়া নয়। তাই দেশের মাটির প্রতিটি ম্যাচ জেতার তাগিদ পাপনের, ‘আগামী দিনে শক্তিশালী দেশগুলোর বিপক্ষে আমাদের বেশিরভাগ খেলাই দেশের বাইরে। আমরা দেশের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সবাইকেই হারিয়েছি। কিন্তু বিদেশে গিয়ে ভালো জয় এক-দুইটা ছাড়া তেমন হয়নি। সেদিক থেকে চিন্তা করলে অত্যন্ত কঠিন। প্রত্যেক খেলাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং অবশ্যই জিততে হবে।’
বরাবরের মত এবারো ঘরের মাঠে উড়ন্ত পারফরম্যান্স বাংলাদেশ দলের। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সিরিজ জয়। হোয়াইটওয়াশের লক্ষ্যে টাইগাররা তৃতীয় ম্যাচে মাঠে নামবে ২৫ জানুয়ারি। তার আগে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি, ‘পারফরম্যান্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও… তামিম একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী।’
Discussion about this post