শ্রীলঙ্কা সফরের হতাশা ভুলে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ফলে ব্যাট হাতে শুরু করতে হচ্ছে লিটন দাসের দলকে। তবে এই ম্যাচে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে একাদশে—সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁদের জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
নতুন এই একাদশে অভিজ্ঞতা ও সম্ভাবনার মিশেল। ইনিংস উদ্বোধনে আছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। মিডল অর্ডারে মেহেদী মিরাজ, হৃদয়, শামীম ও লিটনের ব্যাটে নির্ভর করছে দলের স্কোর। সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন ও তানজিম হাসানের দিকেও তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। লেগস্পিনে রিশাদ হোসেনের উপস্থিতিও বাড়তি এক্স-ফ্যাক্টর হতে পারে।
সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও লঙ্কান মাটিতে বাংলাদেশ বেশ সফল। ২০১৮ সালের পর আবার শ্রীলঙ্কার ঘরের মাঠে টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে শেষ তিন ম্যাচে জয় টাইগারদেরই। যদিও সবশেষ ১৫ ম্যাচে মাত্র ৪ জয়ের পরিসংখ্যান আত্মবিশ্বাসে ধাক্কা দিতে পারে।
আজকের ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জয় আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগ হতে পারে বাংলাদেশের জন্য। আর নতুন করে সাজানো একাদশই হতে পারে লিটনদের টার্নিং পয়েন্ট।
বাংলাদেশের একাদশ-
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
Discussion about this post