এক ম্যাচ পরই পথ হারালেন ব্যাটাররা। দলেরও ছন্দ পতন! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শনিবার
তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫ উইকেটে জিতল প্রাইম ব্যাংক।
বিকেএসপির চার নম্বর মাঠে টসে জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক। নাজমুল অপুর স্পিন স্পিনে সংগ্রহটা বড় হয়নি লিজেন্ডসের। ৪৪ রানে ৫ উইকেট নেন তিনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেন
আমিনুল ইসলাম বিপ্লব। ৫৫ রানের ইনিংস খেলে দলের রানকে ১৬৫ অব্দি টেনে নেন তিনি!
জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গী করে শেখ মেহেদী হাসান। তিনে নামেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ ৩৫ রান তুলেন তিনি।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনিংসের দ্বিতীয় ওভারেই তৌফিক খান তুষার ফিরে যান। এরপরই আরেক ওপেনার ইমরানউজ্জামানকে বোল্ড করেন সেই অপু। একই ওভারে শামীম হোসেন পাটোয়ারি ফিরে গেলে চাপে পড়ে লিজেন্ডসরা।
শামীম পাটোয়ারি যদিও নেমেই অপুর প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকান। কিন্তু তৃতীয় বলে রুবেল হোসেনের তালুবন্দী হন। ৩ বলে ১০ রান করে আউট শামীম। এরপরই চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করেন অপু।
শুভাগত হোম চৌধুরীকে ফেরান শেখ মেহেদী হাসান। ১৪ বলে ১৪ রান করে শুভাগত এলবিডব্লিউ। তারপর ক্রিজে আসেন মাশরাফি বিন মুর্তজা। আমিনুল ইসলাম বিপ্লবকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। বিপ্লব ও মাশরাফির জুটিতে আসে ২২ রান। মাশরাফি ২৪ বলে ২ রান করে ফেরেন।
শহিদুল ইসলাম ২৯ বলে ২১ রান করেন। শহিদুলও অপুর বলে বোল্ড। এরপর একাই দলকে এগিয়ে নিতে থাকেন বিপ্লব। সুমন খান ১১, আব্দুল হালিম ৫ ও আল-আমিন হোসেন ১ রান করে অবদান রাখেন। সুমন ও হালিমের উইকেট দুটি নেন অলক কাপালি।
শেষ ব্যাটার হিসেবে আউট হন আমিনুল ইসলাম বিপ্লব। তার ব্যাট থেকে আসে ৫৫ রান। ১০৬ বলের ইনিংসে ছিল ছয় ছক্কা। এরপর বল হাতে লিজেন্ডসের হয়ে ২ উইকেট নেন শহিদুল ইসলাম। একটি করে উইকেট তুলেন শুভাগত হোম ও সুমন খান।
Discussion about this post