অনেক অনিশ্চয়তা শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। করোনা কালেই স্থগিত থাকা ঘরোয়া এই লিগ শুরুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৩১ মে থেকে শুরু হবে এই লড়াই। আগেই নিশ্চিত ছিল টি-টুয়েন্টি ফরম্যাটে হবে চলতি ডিপিএল।
সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, ‘৩১ মে থেকে সিসিডিএম ডিপিএল আয়োজনে যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা সমর্থন করেছে বিসিবি। আগের মতোই সিদ্ধান্ত হয়েছে, এটি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। আমরা বিশ্বাস করি, ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচি আর আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় এই ফরম্যাটটি আদর্শ হবে আমাদের জন্য।’
গেল বছর এক রাউন্ড হয়ে স্থগিত হয়ে যায় এই আসর। তাই এবার এটি ২০১৯-২০ মৌসুমের লিগ হিসেবে বিবেচিত হবে। গত মার্চে ৫০ ওভারের সংস্করণে শুরু হওয়া লিগ এক রাউন্ড বাতিল হয়ে যাবে। বিসিবিতে রোববার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাজী ইনাম বলেন, সব ক্লাবের প্রতিনিধির সঙ্গে আলাপ করে তারা একমত হয়েছেন, এই লিগটাকে টি-টুয়েন্টি সংস্করণে করা হবে।
কাজী ইনাম বলেন, ‘বিসিবি সভাপতি এই সময়ে খেলোয়াড়দের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই মৌসুমে দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে বোর্ড । দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে। আমরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রিমিয়ার লিগের পরিকল্পনা সাজাব। আমরা জানি, ক্রিকেটার ও ক্লাবগুলোর জন্য এই টুর্নামেন্টের অর্থ কী। পরিকল্পনার পর্যায়ে সহায়তার জন্য তাদের ধন্যবাদ।’
গত বছরের যখন দেশে করোনা সংক্রমণ শুরু তখনই শুরু হয় লিগ। ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক নিয়ে মাঠে গড়ায় ২০১৯-২০ মৌসুমের খেলা। কিন্তু এক রাউন্ড পর ঘোষণা আসে আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির পরের রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ক্রিকেট। তারপর সব ক্রিকেট ফিরলেও ডিপিএল হয়নি। এবার সেই আসর মাঠে গড়াচ্ছে। যদিও করোনা পরিস্থিতি এখনো তেমন উন্নতি হয়নি। আক্রান্তের সংখ্যা বাড়ছেই।
Discussion about this post