শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হেড টু হেড ফলাফলটা একেবারেই একপেশে। যেখানে পাত্তা নেই টাইগারদের। ১৬ টেস্টের ১৪টিই জিতেছে শ্রীলঙ্কা আর ড্র মাত্র দুটি। তবে এবার হালকা ভাবে মুশফিকদের উড়িয়ে দেয়ার সুযোগ নেই! অন্তত বোলিং আক্রমণে সেরা দল পাচ্ছে বাংলাদেশ। তাইতো শ্রীলঙ্কার নতুন অধিনায়ক রঙ্গনা হেরাথ বেশ হিসেব কষেই নামছেন।
যেমনটা বলছিলেন হেরায়খ ‘এটিই শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দল। এইতো কয়েক মাস আগেই ওরা ইংল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ড ও ভারতে হারলেও খারাপ খেলেনি।তবে টেস্টে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে ওদের। ওদের জন্য একটা ভালো ব্যাপার হলো, ব্যাটিং লাইন আপ বেশ অভিজ্ঞ।’ হেরাথ মনে করেন কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা মিশনে বৃহস্পতিবারই মাঠে নামবেন মুশফিকরা। এদিন থেকে শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচ। তারপর শ্রীলঙ্কার সঙ্গে ৭ মার্চ গলে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ শুরু। এটিই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।
২৫ মার্চ ডাম্বুলায় শুরু ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে সেই মাঠেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোতে। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Discussion about this post