বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন নির্বাচনের আমেজ। আসছে অক্টোবরের ৬ তারিখে ভোটের লড়াই। যেখানে ভোটার ১৭১ জন। তাদের ভোটেই ঠিক হবে বিসিবির পরবর্তী কমিটি। শুরুতে নির্বাচনে অংশ নেবেন না, এমন ইঙ্গিত দিলেও লড়ছেন নাজমুল হাসান পাপন।
অবশ্য বিসিবি সভাপতির দায়িত্বে সামনে নতুন কাউকে দেখতে চান এমনটাও জানালেন পাপন। অবশ্য একইসঙ্গে আবার বলেন, তার তিনি বেঁচে থাকতে অন্য কেউ এই পদ নিতে আগ্রহী হবেন না। টানা দুইবারের সভাপতি তিনি। তৃতীয়বার তার হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্বাচনে বিরোধী পক্ষ এখনো দেখা যায়নি।
গত মঙ্গলবার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে নাজমুল হাসান পাপন জানালেন, এই দায়িত্বে আর থাকতে চান না তিনি। বলেন, ‘আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক এখন তো কেউ বলেও না।’
তবে তার যে বিকল্প হচ্ছে না সেটি নিয়েও ভাবনায় পাপন। বলছিলেন, ‘এটা ভালো লক্ষণ নয়, এটা আপনাদের বলতে পারি। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যারা নতুন নতুন দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাচ্ছি, নেতৃত্ব গড়ে ওঠা উচিত। বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না। এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতদিন যারা ছিল, আমরা যদিও হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেব।’
এবারের নির্বাচনে কোনো প্যানেল দিচ্ছেন না বলে ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন। এনিয়ে তিনি বলেন, ‘আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারবে। নির্বাচন হবে, যে জিতবে সে আসবে। যদি আমি জিতে আসি, প্রথমে আমি থাকব একজন পরিচালক। যদি তখন আমাকে কেউ বলে, আমার প্রথম আবেদনই থাকবে, প্রেসিডেন্ট হতে চাই না। তবে আমি সেখানে থাকব সাপোর্ট করার জন্য। তার পর কী হবে, জানি না। এটা পরের ওপর নির্ভর করবে। কিন্তু প্যানেল দিলে কেউ দাঁড়ায়ই না।’
এদিকে আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বিসিবির ভোট গ্রহণ। এবার করোনা পরিস্থিতিতে পোস্টাল, ই-ভোটের ব্যবস্থাও রাখা হচ্ছে।
Discussion about this post