ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মনোবল ভেঙে যাচ্ছে। তবে টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক এই দুঃসময়ে মানসিকভাবে শক্ত থাকার প্রতি জোর দিচ্ছেন। সিরিজ বাতিল হওয়া প্রসঙ্গে তিনি এমনটা বলেছেন ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’র সঙ্গে।
এ বছর ১০টি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে কয়েকটি সাদা পোশাকের ম্যাচ খেলা হয়েছে টাইগারদের। এখন যে অবস্থা আর হয়তো এ ফরম্যাটের ক্রিকেটে এ বছর আর মাঠের ক্রিকেটে নামা হবে না। এজন্য সবার মতো খারাপ লাগছে মুমিনুলের, ‘অবশ্যই আমি ক্রিকেট মিস করছি, অন্য সবার মতো অবশ্যই তার জন্য খারাপ লাগছে। এ বছরের জন্য আমারও পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এই ব্যাপারে আমাদের করার কিছুই নেই।’
মুমিনুল আরও বলেন, ‘আমাদের অনেক টেস্ট স্থগিত হয়েছে। তবে একমাত্র আশার আলো হচ্ছে, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নসশিপ, আমরা সেই টেস্টগুলো খেলতে পারবো। আমাদের লক্ষ্য ছোট ছোট পদক্ষেপ নিয়ে উন্নতি করা।’
দিন দিন করোনার প্রকোপে মৃত্যুহার বাড়ছে বাংলাদেশে। আর তাই এ ঝুঁকি এঁড়াতে মাঠের ক্রিকেট বন্ধ টাইগারদের। স্বাভাবিক অবস্থা কবে ফিরবে তাও অনিশ্চিত। তবে সময়টাতে তিনি সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন পরিস্থিতি নিয়ে। বিশেষ করে জুনিয়র ক্রিকেটারদের উপদেশ দিচ্ছেন মানসিকভাবে শক্ত থাকার জন্য। এ ব্যাপারে মুমিনুল বলেন, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে, ব্যাট-বলের বিষয়টা আমাদের রক্তেই আছে সবসময়। যখন ২-৩ মাস বাসায় লকডাউনের মধ্যে আছেন, তাই এ সময়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা। আমি মনে করি, ৫-৬ দিন কাজের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন। তবে মানসিকভাবে শক্ত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
Discussion about this post