বয়স হয়েছিল মাত্র ৪৪। ক্রিকেট কোচিং নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই চলে গেলেন সাবেক জাতীয় দলের অফ স্পিনার শেখ সালাউদ্দিন। সোমবার সকালে নিজ শহর খুলনার একটি ক্লিনিকে হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৪৪ বছর। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
সালাউদ্দিনের ক্রিকেট ক্যারিয়ার শুরু খুলনার রাজাপুল অগ্রদূত ক্লাবের হয়ে। এরপর আসেন ঢাকাতে। ঢাকা লিগে খেলার পর ডাক পান জাতীয় দলে। ১৯৯৭ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। ছয়টি ওয়ানডে খেলে ৪ উইকেট নেন এ স্পিনার। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ২০০৬ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যান। এরপর যোগ দেন কোচিং পেশায়। সর্বশেষ বিসিবির ডেভেলপমেন্ট এবং খুলনা বিভাগীয় ক্রিকেট দলের কোচ ছিলেন।
এদিকে সালাউদ্দিনের মৃত্যুতে কাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। হাতে ধারন করে কালো ব্যাজ। কিউইদের বিপক্ষে পাওয়া ৪৩ রানের জয়টি অধিনায়ক মুশফিকুর রহীম উৎসর্গ করেন সালাউদ্দিনকে। বলেন, ‘এই জয় আমাদের প্রিয় কোচের জন্য।’
Discussion about this post