ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা থেকে মুক্তি মিলছে না। প্রতিদিনই আসছে আক্রান্তের খবর। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ঠিক এ অবস্থায় যাপিত জীবন আটকে রাখার সুযোগ নেই। এ অবস্থায় বৃহস্পতিবার থেকেই শুরু হওয়ার কথা ছিল হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। কিন্তু করোনার কারণে থমকে গেল সেই ক্যাম্প।
অনুশীলনে যোগ দেওয়ার আগে কোভিড ১৯ পরীক্ষায় ক্যাম্পের কয়েকজন ক্রিকেটার পজেটিভ হয়েছেন। তবে দ্বিতীয় পরীক্ষায় সবারই ফল নেগেটিভ এসেছে। তারপরও সতর্ক টিম ম্যানেজম্যান্ট। সতর্কতার জন্য শুক্রবার ফের পরীক্ষা হবে। এখানে নেগেটিভ এলে শনিবার দল যাবে চট্টগ্রামে। ২৩ আগষ্ট থেকে শুরু অনুশীলন।
করোনাভাইরাস বেশ কিছুদিন ধরেই থমকে দিয়েছিল এইচপির ক্যাম্প। অবশেষে সেই অনিশ্চয়তা শেষে মাঠে নামছেন ক্রিকেটাররা। এইচি দল খেলবে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। দুই দলের মদ্যে হবে তিনটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ। এরমধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু ৪ দিনের ম্যাচ।
এইচপি দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম
উইকেটরক্ষক: ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুহেল মিয়া।
Discussion about this post