মেয়েদের ফুটবলে বাংলাদেশের ইতিহাসে আজ যুক্ত হলো আরেকটি গর্বের দিন। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বের খুব কাছে পৌঁছে গেল পিটার বাটলারের দল।
ঋতুপর্ণা চাকমার অসাধারণ দুটি গোল আর গোলপোস্টের নিচে রুপনা চাকমার সাহসী দৃঢ়তায় ভর করে বাংলাদেশের মেয়েরা লিখেছে এক অভূতপূর্ব জয়গাথা।
ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল দুই দলের মধ্যে কতটা ব্যবধান র্যাঙ্কিংয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে আত্মবিশ্বাসের ঘাটতি নেই বাংলাদেশের। দ্বিতীয় মিনিটেই মনিকা চাকমার ক্রসে বিপদে পড়ে যায় মিয়ানমার। পরক্ষণেই তাদেরও আক্রমণ প্রতিহত করেন শামসুন্নাহার সিনিয়র।
দ্বাদশ মিনিটে আসে বড় রক্ষাকবচের প্রমাণ-রুপনা চাকমা মাঝমাঠ থেকে আসা থ্রু বল প্রতিপক্ষ ফরোয়ার্ডের আগেই ছুটে এসে ক্লিয়ার করে বিপদ ঠেকান।
১৮তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বক্সের কাছাকাছি জায়গা থেকে ফাউলের পর ফ্রি কিক নেন ঋতুপর্ণা। প্রথম প্রচেষ্টা দেয়ালে লাগলেও ফিরতি শটে নিচু এবং নিখুঁত এক শটে বল ঠেলে দেন জালে। এগিয়ে যায় বাংলাদেশ, ডাগআউটে শুরু হয় উদযাপন।
২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ নষ্ট করেন শামসুন্নাহার জুনিয়র। ঋতুপর্ণার পাস থেকে নেওয়া ট্যাপটি পোস্টে লেগে ফিরে আসে। এরপর আরও বেশ কয়েকবার চাপের মুখে পড়ে বাংলাদেশ। একবার রুপনার ভুলে মিয়ানমার সুযোগ পেলেও গোল করতে পারেনি। প্রথমার্ধের শেষদিকে একবার বল লাগে ক্রসবারে, আবার শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন শামসুন্নাহার জুনিয়র। তবে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ১-০।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা একচেটিয়া আক্রমণ চালাতে থাকে। একপর্যায়ে বাংলাদেশের রক্ষণ প্রায় ব্যতিব্যস্ত। তবে বিপদ কাটিয়ে ফের জ্বলে ওঠেন ঋতুপর্ণা। ৭২তম মিনিটে প্রতিপক্ষ বক্সের সামনে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল ভাসিয়ে দেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। দুর্দান্ত দর্শনীয় সে গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
৭৭তম মিনিটে আরেকবার দেয়াল হয়ে দাঁড়ান রুপনা। মিয়ানমারের মাইয়াত এহিন একদম বক্সে ঢুকে পড়েছিলেন থ্রু পাস পেয়ে। কিন্তু রুপনা দ্রুত ছুটে গিয়ে তাঁকে আটকে দেন এবং দখলে নেন বল।
৮৮তম মিনিটে মিয়ানমার ফিরে পায় একটি গোল। উইন উইনের নিখুঁত টোকায় পরাস্ত হন রুপনা। মুহূর্তেই উত্তেজনা চরমে ওঠে। তবে এরপরের সময়টা ধরে রেখে রক্ষণ আঁটসাঁট করে রাখে বাংলাদেশ। শেষ বাঁশি বাজতেই থুয়ান্না স্টেডিয়ামে রচিত হয় এক অনন্য বিজয়গাথা।
বাছাইয়ের ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বাংলাদেশ। বাহরাইনকে ৭-০ এবং আজ মিয়ানমারকে ২-১ হারিয়ে একপ্রকার নিশ্চিত করে ফেলেছে মূল পর্ব। গ্রুপের শেষ ম্যাচে শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। সেখানে ড্র করলেই বা বড় ব্যবধানে হার এড়ালেই নিশ্চিত হবে বাংলাদেশের ইতিহাসগড়া অর্জন-প্রথমবার নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা।
Discussion about this post