দেশের মাটিতে আরো একবার নিজেদের শ্রেষ্টত্বের জানান দিল ভারত। ইনিংস ও ২৩৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। এটি ভারতের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৩৯ রানের জয়কে স্পর্শ করেছে এবারের জয়।দ্বিতীয় টেস্টে এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০তে।
সোমবার টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের পর লঙ্কানরা অলআউট হয় ১৬৬ রানে। ভারতের টেস্ট ইতিহাসের এটি সবচেয়ে বড় জয়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ২৩৯ রানের জয়কে স্পর্শ করক এবার।
শেষ উইকেটটি নিয়ে অশ্বিন নিশ্চিত করেন দলের রেকর্ড ব্যবধানের জয় আর নিজের রেকর্ড গড়া। ৫৪ টেস্টে ৩০০ উইকেট নিয়ে এই অফস্পিনার গড়েন দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ড। দুই ইনিংসে ৪টি করে নিয়ে ম্যাচে ৮ উইকেট অশ্বিনের। তবে ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচের সেরা ভারত অধিনায়ক কোহলি।
টেস্ট ইতিহাসে এটি ভারতের সবচেয়ে বড় জয়। এরআগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষেও ইনিংস ও ২৩৯ রানে জিতে বিরাট কোহলির ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৫/১০ ও ২য় ইনিংস: ৪৯.৩ ওভারে ১৬৬ (সামারাবিক্রমা ০, করুনারত্নে ১৮, থিরিমান্নে ২৩, ম্যাথিউস ১০, চান্দিমাল ৬১, ডিকভেলা ৪, শানাকা ১৭, দিলরুয়ান ০, হেরাথ ০, লাকমল ৩১*, গামাগে ০; ইশান্ত ২/৪৩, অশ্বিন ৪/৬৩, জাদেজা ২/২৮, উমেশ ২/৩০)।
ভারত ১ম ইনিংস: ৬১০/৬ (ডি.)
ফল: ভারত ইনিংস ও ২৩৯ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: বিরাট কোহলি
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে
Discussion about this post