ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাঠ ও মাঠের বাইরের কর্মকান্ডে বিভিন্ন সময় খবরের শিরোনাম হওয়াটাই যেন এখন নিয়ম হয়ে গেছে উমর আকমলের। এই তো কদিন আগেই ট্রেনারের সঙ্গে বাজে আচরণে নেতিবাচক শিরোনামের শীর্ষে ছিলেন তিনি। তখন অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কোন শাস্তিই দেয়নি। তবে বৃহস্পতিবার সংস্থাটি ‘দুর্নীতিবিরোধী নীতিমালা’ ভাঙার দায়ে তাৎক্ষণিকভাবে তাতে নিষিদ্ধ করেছে।
ঠিক কি কারণে উমর আকমল নিষিদ্ধ হলেন, তা স্পষ্ট করেনি পিসিবি। বৃহস্পতিবার সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তদন্ত চলমান প্রক্রিয়া। পিসিবি এর বেশি কিছু বলতে রাজি নয়, ‘উমর আকমলকে দুর্নীতি দমন ইউনিটের ৪.৭.১ ধারায় সাময়িক বরখাস্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রকম ক্রিকেট ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না। এই তদন্ত চলমান প্রক্রিয়া। পিসিবি এর বেশি কিছু বলতে রাজি নয়। তবে পাকিস্তান সুপার লিগে উমরের বদলি খেলোয়াড়ের জন্য আবেদন করতে পারে কোয়েটা গ্লাডিয়েটরস।’
আজ বাংলাদেশ সময় রাকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। তার কয়েক ঘন্টা আগেই উমর আকমলকে সময়িক নিষিদ্ধ করে পিসিবি।
এবার পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল উমর আকমলের। কিন্তু নিষিদ্ধ হওয়ায় তিনি খেলতে পারছেন না।
উমর আকমল নিষিদ্ধ হওয়ায় পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আনোয়ার আলি। বৃহস্পতিবারই ব্যাপারটি নিশ্চিত করেছে
Discussion about this post