অবশেষে নিজেকে মেলে ধরার সুযোগ মিলল। সেই সুযোগে দেখিয়ে দিলেন যোগ্যতার পরিধি। নেপালের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচসেরা আল আমিন হোসেন।
বল হাতে যেভাবে ঝলসে উঠলেন তাতে পুরস্কারটা তার প্রাপ্য। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। তার বোলিং তোপে নেপাল ১২৬ রানে তুলে ২০ ওভারে। পরে সেটা ২ উইকেট হারিয়ে অনায়াসেই টপকে যায় বাংলাদেশ।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতের শিশির বেশ ভুগিয়েছে আল আমিনকে। এই পেসার যেমনটা বলছিলেন, ‘এখানে প্রথম ওভারটা ভালো করতে পারিনি। আসলে এমন শিশিরের মধ্যে আগে কখনো খেলিনি। অবশ্য পরে মানিয়ে নিয়ে যা করতে চেয়েছি তাই পেরেছি।’ তাইতো দারুন উচ্ছ্বসিত এই পেস বোলার। জানালেন, ‘টি-টুয়েন্টি আমার তেমন অভিজ্ঞতা নেই। বিশ্বকাপ শুরুর আগে একটা মাত্র আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছি। শুরুতেই এমন সাফল্য পেয়ে উচ্ছ্বসিত আমি।’
এখন সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেই এগিয়ে যেতে চান আল আমিন। বললেন, ‘ আমাদের পরের ম্যাচ হংকংয়ের সঙ্গে। এটাতেও জিততে চাই। এরপর সুপার টেন-এর ম্যাচগুলোও স্মরনীয় করে রাখতে তৈরি আমরা।’
http://www.youtube.com/watch?v=PPV2VRiaqGk&feature=share
Discussion about this post