ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যাপ্টেন্স নক! ঠিক তাই। কেন উইলিয়ামসনের অসাধারন ব্যাটিংয়ের হাত ধরেই নিউজিল্যান্ড তুলে নিয়েছে আরেকটি জয়। শুরুতে বোলাররা দাপট দেখালেন। এরপর ক্যাপ্টেন তার শতরানে ম্যাচটা রাঙালেন। বার্মিহামে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ৩ বল বাকী পেয়ে যায় জয়ের দেখা।
বিশ্বকাপের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২৪১ রান। এরপর নেমে কেন উইলিয়ামসনের নান্দনিক শতরানে ৪৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় গত বিশ্বকাপের রানার্স আপরা।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে চার জয় পেল কিউইরা। ৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টেবিলে শীর্ষে উইলিয়ামসনের দল। ৬ ম্যাচে মাত্র এক জয়ে দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালে উঠা প্রায় শেষই হয়ে গেল।
ছোট্ট সংগ্রহের জবাবে নেমে অবশ্য শুরুটা ভাল ছিল না নিউজিল্যান্ডের। দলীয় ১২ রানে আউট ওপেনার কলিন মুনরো (৯)। মার্টিন গাপটিল ফেরেন ৩৫ রানে। তার রস টেলর (১) ও টম লাথাম (১) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে কিউইরা। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কিসের কী। কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ডহোম পাল্টে দেন সবকিছু।
৪৭ বলে ৬০ রান করেন গ্র্যান্ডহোম। উইলিয়ামসন ১৩৮ বলে ১০৬ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন জয়। কিউই ক্যাপ্টেন।
আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হয় দেরিতে। এ কারণে ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমিয়ে দেওয়া হয়।
আর ভেজা উইকেটে নেমে লড়লেন হাশিম আমলা। ৮৩ বলে ৫৫ রান করার পথে প্রোটিয়াদের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানে পা রাখেন তিনি। আট হাজার রান করেন ১৭৬ ইনিংসে। এটি ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম আট হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। ভারত অধিনায়কের এই ক্লাবে নাম লেখান ১৭৫ ইনিংসে।
ফন ডার ডাসেন তুলেন ৬৪ বলে ৬৭। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন লকি ফার্গুসন।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৯ ওভারে ২৪১/৬ (ডি কক ৫, আমলা ৫৫, ডু প্লেসিস ২৩, মারক্রাম ৩৮, ফন ডার ডাসেন ৬৭*, মিলার ৩৬, ফেলুকোয়ায়ো ০, মরিস ৬*; বোল্ট ১/৫৩, ফার্গুসন ৩/৫৯, ডি গ্র্যান্ডহোম ১/৩৩, স্যান্টনার ১/৪৫)
নিউজিল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৪৫/৬ (গাপটিল ৩৫, মানরো ৯, উইলিয়ামসন ১০৬*, টেলর ১, ল্যাথাম ১, নিশাম ২৩, ডি গ্র্যান্ডহোম ৬০, স্যান্টনার ২*; রাবাদা ১/৪২, এনগিডি ১/৪৭, মরিস ৩/৪৯, ফেলুকোয়ায়ো ১/৭৩)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
Discussion about this post