চোট থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না তিনি। এবার টি-টুয়েন্টি সিরিজেও থাকছেন না কেন উইলিয়ামসন। নিয়মিত অধিনায়কের জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। এই পেসারকেই আস্থা রাখছে ক্রিকেট নিউজিল্যান্ড। অবশ্য এর আগেও উইলিয়ামসনের অনুপস্থিতিতে ১৫টি টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন সাউদি।
কনুইয়ের চোটের কারণে ওয়ানডে দলের বাইরে ছিলেন উইলিয়ামসন। এখন অবশ্য তিনি ফিট। তবে এবার টি-টুয়েন্টি সিরিজ না খেললেও আইপিএলে যাবেন তিনি। বোর্ড থেকে ছুটি নিয়েছেন।
টি-টুয়েন্টি সিরিজ থেকে ছুটি পেয়েছেন ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট ও কাইল জেমিসনও। তাদেরও ছেড়ে দিয়েছে বোর্ড।
এদিকে প্রথমবারের মতো দলে জায়গা পেলেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। আছেন লকি ফার্গুসন ও অ্যাডাম মিল্ন। এই তিন তারকা সিরিজ শেষে যাবেন আইপিএলে।
অ্যালেন নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে এবার ১৯৩.৯৩ স্ট্রাইক রেট ও ৫৬.৮৮ গড়ে ৫১২ রান করেছেন। ২১ বছর বয়সী ওপেনার আইপিএলে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ, হ্যামিল্টনে। সিরিজের পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ মার্চ,নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টা ও পরের দুইটি ম্যাচ শুরু বেলা ১২টা থেকে।
নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল-
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়াং।
Discussion about this post