ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি নিয়ে অনেক আলোচনা এমন কী সমালোচনার ঝড়ও ছিল। তারপরও ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে ১০০ দিনের চুক্তিতে ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেয়েছিলেন ক্রিকেট ভক্ত আর বিশ্লেষকরা। কারণ তিনি যে কিংবদন্তি স্পিনার। তার অভিজ্ঞার আলোয় উজ্জ্বল হওয়ার সম্ভাবনা ছিল টাইগার ক্রিকেটারদের।
কিন্তু সেভাবে ভেট্টোরিকে কাজে লাগাতে পেরেছে কী বিসিবি! এবার গুঞ্জন ভাসছে বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও জানুয়ারিতে বাংলাদেশে আসছেন না নিউজিল্যান্ডের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। অবশ্য মার্চে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হয়ে কাজ করবেন তিনি।
সব ঠিক থাকলে আসছে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যেখানে দুই দলের তিনটি টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি খেরার কথা। ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে। এ অবস্থায় জাতীয় দলের অন্য কোচিং স্টাফরা ঢাকায় আসবেন বড়দিনের ছুটির শেষ হতেই। তারপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
কিন্তু দেখা যাবে না ভেট্টোরিকে। দৈনিক চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন নিউজিল্যান্ডের তিনি। ২০২০ সালের স্থগিত হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল একশ দিনের। কিন্তু কাজ করেছেন মাত্র ৬০ দিন। বাকি ৪০ দিন কাজ করতেও রাজি।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে বলেন, ‘আমার সঙ্গে ভেট্টোরির কথা হয়েছে। ও আমাকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চুক্তির অবশিষ্ট ৪০ দিন কাজ করবে। আমরা চুক্তি বাড়াবো কি না এখনও সিদ্ধান্ত নেইনি। আগে আমাদের একশ দিনের চুক্তি শেষ হোক। তারপরই পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবো আমরা।’
দৈনিক আড়াই হাজার ডলারে কাজ করছেন ভেট্টোরি। টাকার অঙ্কে অনেক বেশি। এই অর্থের কতোটা উসুল করা যাচ্ছে তা অবশ্য সময়ই বলে দেবে।
তবে মার্চে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন ভেট্টোরি। যেখানে স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে লড়বে দুই দল। তারপরই ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ১৭ ও ২০ মার্চ শেষ দুটি ওয়ানডে। ২৩ মার্চ শুরু হবে নেপিয়ারে শুরু টি-টুয়েন্টি সিরিজ। ২৬ ও ২৮ মার্চ অকল্যান্ড ও হ্যামিল্টনে শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
Discussion about this post