এইতো আগামী আগষ্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে একটি টি-টুয়েন্টি খেলবে মুশফিকুর রহীমের দল। সেই সফরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার লেগস্পিনার জুবায়ের হোসেন। তবে দলে জায়গা পাননি নাঈম ইসলাম, ফরহাদ রেজা এবং জিয়াউর রহমান।
এছাড়া দলে তেমন কোন পরিবর্তন নেই। আছেন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিবসহ অন্যরা।
প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রিপোর্ট করতে বলা হয়েছে।
২০ আগষ্ট উইন্ডিজের সঙ্গে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই।
প্রাথমিক দল-
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন, রবিউল ইসলাম. মমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন এবং শুভাগত হোম চৌধুরী।
Discussion about this post