ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন পরই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তার আগেই দলটির এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন। তবে ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দেহে করোনা শনাক্ত হয়, যিনি ছিলেন বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের ওয়ানডে সিরিজের স্কোয়াডে। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার কিওন হার্ডিংকে। সফরের আগমুহূর্তে সফরকারী এক ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর কিছুটা চিন্তায় ফেলার মতই। বায়োবাবল চলাকালে একজন ক্রিকেটারের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেলেই হুমকির মুখে পড়বে গোটা সিরিজ। তবে বিসিবি এ নিয়ে চিন্তিত নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নিয়মের মধ্যে যেটা আছে সেটাই থাকবে। আইসিসি একটা গাইডলাইন দিয়েছে, সাথে আমাদের সরকারও একটা গাইডলাইন দিয়েছেন। আমরা সেটার মধ্যেই থাকব।’
আকরাম আরও বলেন, ‘বায়োবাবল নিয়ে চিন্তিত ছিলাম। আল্লাহর রহমতে সফলভাবে দুইটা টুর্নামেন্ট সফলভাবে করেছি, এটা আমাদের জন্য বড় এক আত্মবিশ্বাস। তারপরও আমরা গুরুত্ব সহকারে দেখছি।’
এদিকে উইন্ডিজ সিরিজের আগে প্রথম দফায় করোনা পরীক্ষায় সবাই-ই ‘নেগেটিভ’ সনদ পেয়েছেন টাইগার। ব্যাপারটি স্বাগতিকদের জন্য স্বস্তির। এ ব্যাপারে শনিবার আকরাম বলেন, ‘কোভিড টেস্ট দুই-একদিন ধরেই চলছে, আগামীকালও হবে চূড়ান্ত টেস্ট। সেখানে যারা নেগেটিভ আসবে তারা তো ভালো, যারা পজিটিভ হবে তাদের জন্য যা ব্যবস্থা করার তা করা হবে। আল্লাহর রহমতে সবাই ভালো আছে।’
Discussion about this post