ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনুমিতভাবেই ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে রোববার। তবে এ ম্যাচে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল সফরকারীরা। যে কারণে টেস্ট সিরিজের আগে তারা স্বাগতিকদের দিয়ে রাখল কড়া বার্তা।
দুই ইনিংসে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৭ ও ২৯১ রান। জবাবে বিসিবি একাদশ প্রথম ইনিংসে ১৬০ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৩ রান করে। এরপরই ম্যাচটি ড্র হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজ রোববার দিন শুরু করে ৫ উইকেটে ১৭৯ রান নিয়ে। দিনের শুরুতেই বিসিবি একাদশ পায় সাফল্য। আগের দিনের ৮০ রানেই এনক্রুমা বনারকে থামান সৈয়দ খালেদ আহমেদ। অসাধারণ ক্যাচ নেন কিপার নুরুল হাসান সোহান। আরেক প্রান্তে মুকিদুল ৪ রানে ফিরিয়ে দেন কর্নওয়ালকে। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৭ উইকেটে ১৯০। এরপর সফরকারীদের টানেন জশুয়া দা সিলভা ও রেমন রিফার অষ্টম উইকেটে দুজন গড়েন ৮২ রানের জুটি।
১১৬ বলে ৪৬ রান করে জশুয়া ফেরেন মুকিদুলের শর্ট বল পুল করে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে। এই জুটি ভাঙার পর আর বেশিক্ষণ টেকেনি দলের ইনিংস। রিফার অপরাজিত থেকে যান ৯৪ বলে ৪৯ করে।
ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩৮৮ রান পেছনে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন সাইফ। তার ইনিংসে ছিল ১টি চার। ১৪ রানে প্রথম উইকেট হারায় বিসিবি একাদশ। রেইফারের পরের ওভারেই কোনো রান যোগ না করেই সাজঘরের পথ ধরেন নাইম। এই বাঁহাতি ব্যাটসম্যানকে উইকেটরক্ষক জসুয়া ডা সিলভার ক্যাচে পরিণত করেন রেফার। নাঈম চারটি বল খেললেও কোনো রান সংগ্রহ করতে পারেননি।
এই ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম ও ইয়াসির আলি রাব্বি। তারা দুইজনে ৪৯ রানের অবিচ্ছিন জুটি গড়লে ড্র মেনে নেই দুই দল। সাদমান ২৩ ও ইয়াসির ৩৩ রানে অপরাজিত ছিলেন।
এরআগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে গত শুক্রবার আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তারা সংগ্রহ করে ২৫৭ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। জন ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ৪৪ রান ও কাইল মেয়ার্স করেন ৪০ রান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৭৫ রানে নেন ৫টি উইকেট। খালেদ আহমেদ শিকার করেন ৩টি উইকেট।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার রাহকীম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের স্পিন ঘূর্ণিতে ধ্বস নামে বিসিবি একাদশের ব্যাটিং লাইনআপে। কর্নওয়াল ৫টি ও ওয়ারিক্যান ৩টি উইকেট শিকার করেন। বিসিবি একাদশের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ নাঈম শেখ ও নুরুল হাসান সোহান করেন ৩০ রান। স্বাগতিকরা গুটিয়ে যায় ১৬০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস): ২৫৭/১০
বিসিবি একাদশ (১ম ইনিংস) ১৬০/১০
ওয়েস্ট ইন্ডিজ ২৯১/১০ (২য় ইনিংস)
বনার ৮০, ক্যাম্পবেল ৬৮, জসুয়া ৪৬;
মুগ্ধ ৪/৫৯, খালেদ ৩/৪২, সাইফ ২/৪৫, হৃদয় ১/২১।
বিসিবি একাদশ ৬৩/২ (২য় ইনিংস চলমান)
ইয়াসির ৩৩*, সাদমান ২৩*, সাইফ ৭, নাঈম ০
রেইফার ২/৭।
ফলাফল : ম্যাচ ড্র
Discussion about this post