ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দল থেকেও এবার ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ ওভারের ক্রিকেটে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। লিটনকে অধিনায়ক করেই আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন।
এই দলে চমকের নাম রিপন মন্ডল। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই পেসার। টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেন।
টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন পেসার শরিফুল ইসলাম। পিতৃত্বজনিত কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকেছেন তানজিম হাসান সাকিব।
উইন্ডিজের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। ম্যাচগুলো হবে সেইন্ট ভিনসেন্টের কিংসটাউনে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
Discussion about this post