ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন দাসের হাফসেঞ্চুরির ওপর ভর করে চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইংনিস ৮ উইকেটে ২২৩ রানে ঘোষণা করেছে বাংলাদেশ। যে কারণে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা। এরআগে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছিল ২৫৯ রানে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে বিনা উইকেটে ১৮ রান। অপরাজিত রয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট ১১ ও জন ক্যাম্বেল ১ রানে। জিততে সফরকারীদের আরও করতে হবে ৩৭৭ রান। চট্টগ্রামের উইকেটে টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে কাজটি বেশ কঠিনই। তবে অসম্ভব নয়।
আগের দিনের ৩ উইকেটে ৪৭ রান নিয়ে শনিবার ব্যাটিং শুরু করে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল-মুশফিক বেশ খেলছিলেন। কিন্তু রাকিম কর্নওয়ালের নিচু হয়ে আসা একটি বলে এলবিডব্লু হয়ে ফিরেন মুশফিক। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৪৭ বলে ১৮ রান করে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে লিটন দাসকে নিয়ে দারুণ খেলেন মুমিনুল। ষষ্ঠ উইকেটে তারা দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ১৩৩ রান। এরমধ্যে মুমিনুল পেয়ে যান ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দেখা। তবে অন্য প্রান্তে থাকা লিটন ৬৯ রানে আউট হন। এর কিছুক্ষণ পরই গ্যাবিয়েলের বলে রোচের ক্যাচে ফিরে যান মুমিনুল (১১৫)। তাইজুল ইসলাম ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজও এদিন টিকতে পারেননি। সব মিলিয়ে ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কা পেয়ে বসেছিল বাংলাদেশকে। এর মধ্যেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য টপকে জয়ের রেকর্ড আছে। ওয়েস্ট ইন্ডিজকেও জিততে হলে সেটাই করতে হবে। হাতে রয়েছে এখনও ৪টি সেশন।
বাংলাদেশের বড় লিডের কারিগর মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক একাই করেন দলের অর্ধেকের বেশি রান। তার ব্যাট থেকে ১০ চারে ১৮২ বলে ১১৫ রান। তামিম ইকবালকে (৯) পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন মুমিনুলের (১০)। চট্টগ্রামের মাঠে মুমিনুলের এটি সপ্তম সেঞ্চুরি।
মাঠে এলেও ঊরুর চোটের কারণে সাকিব আল হাসান নামতে পারেন নি ব্যাটিংয়ে। তার মাঠে নামা নিয়ে আছে অনিশ্চয়তা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৭.৫ ওভারে ২২৩/৮ (ডি.) (মুমিনুল ১১৫, মুশফিক ১৮, লিটন ৬৯, মিরাজ ৭, তাইজুল ৩, নাঈম ১*; রোচ ৭-১-১৭-০, কর্নওয়াল ২৭-২-৮১-৩, গ্যাব্রিয়েল ১২-০-৩৭-২, ওয়ারিক্যান ১৭.৫-০-৫৭-৩, বনার ২-০-১৩-০, ব্র্যাথওয়েট ১-০-৭-০, মেয়ার্স ১-০-১১-০)।
Discussion about this post