হার দিয়েই আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেন শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানে হারিয়েছে মুশফিকুর রহীমের দলকে।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে কিছুই করতে পারেন নি বাংলাদেশের ক্রিকেটাররা। দল ১৯.১ ওভারে অলআউট ৯৮ রানে।
পুরো ম্যাচে দলের হয়ে একজনই আলো ছড়ালেন। তিনি পেস বোলার আল আমিন হোসেন। ৪ ওভারে ২১ রান দিয়ে নিলেন ৩ উইকেট। সবগুলোই শেষ ওভারে!
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭১/৭ (স্মিথ ৭২, গেইল ৪৮, স্যামুয়েলস ১৮; আল-আমিন ৩/২১, জিয়া ১/১৬, সাকিব ১/২১, মাহমুদুল্লাহ ১/২৭)
বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৮ (তামিম ৫, এনামুল ১০, মুমিনুল ১৬, সাকিব ০, মুশফিক ২২, সাব্বির ১, মাহমুদুল্লাহ ১, জিয়া ৯, সোহাগ ১১, মাশরাফি ১৯, আল-আমিন ০*; বদ্রি ৪/১৫, সানতোকি ৩/১৭)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানে জয়ী।
ম্যাচসেরা: ডোয়াইন স্মিথ
Discussion about this post