ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো নেতৃত্বে দেখা গিয়েছিল তাকে। এবার আরেকটা সুযোগ পেয়ে গেলেন রুবেল হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের নেতৃত্বে থাকবেন তিনি। এই পেসারকে অধিনায়ক রেখেই বুধবার ঘোষণা করা হয়েছে ১৩ সদস্যের দল।
ক্যারিবীয় ক্রিকেট দলের একটি অংশ এরই মধ্যে চলে এসেছে বাংলাদেশে। সফরে টাইগারদের সঙ্গে তারা দুটি ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা। দুইদিনে তিন দফায় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বাংলাদেশে আসছে।
আসল লড়াইয়ের আগে ১৮-১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবিয়ান দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের। দুই দিনের এই ম্যাচে ১৩ সদস্যের দলে আছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বিকেও রাখা হল সেই দলে।
১৬ বছর বয়সী রিশাদ অনূর্ধ্ব-১৯ দলে ভাল খেলার পুরস্কার পেলেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার লেগ স্পিনার আছেন বিসিবি একাদশে। ১৯ বছর বয়সী রবিউল হক সদ্য সমাপ্ত জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে ৪ ম্যাচে নেন ১৭ উইকেট। গত ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ১৪ ম্যাচে তুলেছিলেন ২৭ উইকেট।
মিরপুর টেস্টে অভিষিক্ত মোহাম্মদ মিঠুন ও স্কোয়াডে থাকা শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্তও জায়গা পেয়েছেন বিসিবির দলে।
আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৮, ১০ ও ১৩ ডিসেম্বর সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। ১৬, ১৯ ও ২১ ডিসেম্বর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ম্যাচে বিসিবি স্কোয়াড
রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ।
Discussion about this post