বাংলাদেশ টেস্ট দলে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজের পথে এখন জাতীয় দলের তিন ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, শফিউল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী। সোমবার রাতে দেশ ছেড়েছেন তারা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম গেছেন তিন দিন আগে। টেস্ট অভিষেকের অপেক্ষায় এই বোলার।
বাংলাদেশের শেষ টেস্ট দলেও ছিলেন রবিউল। তবে ৩ বছর পর ডাক পেলেন শফিউল ইসলাম । ২০১১ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন শেষ টেস্ট।
এদের মধ্যে শুভগত হোম চৌধুরী প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে।
তারা যোগ দেওয়ার পরই মাশরাফি মর্তুজা এবং তাসকিনের পাশাপাশি ফেরত আসছেন বাঁহাতি স্পিনার রাজ্জাক।
দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে। শেষ টেস্ট শুরু ১৩ সেপ্টেম্বর।
Discussion about this post