ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের মাঠে আরো একবার উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টে গড়তে পারেনি প্রতিরোধ। দ্বিতীয় ও শেষ টেস্টেও সেই একই অবস্থায়। অসহায় আত্মসমর্পন। এবার উমেশ যাদব-রবিন্দ্র জাদেজাদের বোলিংয়ের সামনে শেষ ওয়েস্ট ইন্ডিজের ২য় ইনিংস। তিন দিনেই হায়দরাবাদ টেস্টে হার। এরই পথ ধরে টেস্ট সিরিজে ভারতের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে উইন্ডিজ।
রোববার হায়দরাবাদ টেস্টে ১০ উইকেটে জিতেছে ভারত। এর আগে প্রথম টেস্টে বিরাট কোহলির দল জিতে ইনিংস ও ২৭২ রানের রেকর্ড ব্যবধানে।
অথচ রোববার সকালে প্রথম ইনিংসে ভারত ৩৬৭ রানে অলআউট করে উড়ছিল উইন্ডিজ। কারণ ভারতকে বড় স্কোর গড়তে দেয়নি তারা। জেসন হোল্ডারের একাই নেন ৫ উইকেট। ১৯৯৪ সালের পর ফের ভারতে কোন ক্যারিবিয়ান পেসার নেন ৫ উইকেট। ২০১৮ সালে টেস্টে ইনিংসে চারবার ৫ উইকেট শিকার করে কোর্টনি ওয়ালশের পাশে নিজের নামটা লিখিয়েছিলেন তিনি।
তারপরও কাজ হল না। ব্যাটসম্যানরা পারলেন না। উমেশ যাদব প্রথম ইনিংসের ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। তৃতীয় ভারতীয় পেসার হিসেবে দেশের মাটিতে এক টেস্টে তুলে নেন ১০ উইকেট।
আর ক্যারিবীয়রা ২য় ইনিংসে অলআউট ১২৭ রানে। তারপর জিততে যে ৭২ রান দরকার তা সহজেই তুলে নেন দুই ওপেনার পৃথ্বী শ ও লোকেশ রাহুল।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১/১০ ও ২য় ইনিংস: ৪৬.১ ওভারে ১২৭/১০ (হোপ ২৮, হেটমায়ার ১৭, আমব্রিস ৩৮, চেইস ৬, হোল্ডার ১৯, বিশু ১০*, ওয়ারিক্যান ৭, গ্যাব্রিয়েল ১; উমেশ ৪/৪৫, অশ্বিন ২/২৪, কুলদীপ ১/৪৫, জাদেজা ৩/১২)।
ভারত ১ম ইনিংস: ১০৬.৪ ওভারে ৩৬৭/১০ (রাহানে ৮০, পান্ত ৯২, জাদেজা ০, অশ্বিন ৩৫, কুলদীপ ৬, উমেশ ২, শার্দুল ৪* গ্যাব্রিয়েল ৩/১০৭, হোল্ডার ৫/৫৬, ওয়ারিক্যান ২/৮৪) ও ২য় ইনিংস: ১৬.১ ওভারে ৭৫/০ (পৃথ্বী ৩৩*, রাহুল ৩৩*; হোল্ডার ০/১৭)।
ফল: ১০ উইকেটে জয়ী ভারত
সিরিজ: ২ ম্যাচের সিরিজ ২-০তে জয়ী ভারত
ম্যাচসেরা: উমেশ যাদব
সিরিজসেরা: পৃথ্বী শ
Discussion about this post